odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

শ্রমিক অধিকার রক্ষায় কাজ করুণ

Akbar | প্রকাশিত: ১ May ২০১৯ ২০:৩৫

Akbar
প্রকাশিত: ১ May ২০১৯ ২০:৩৫

বিনোদন,০১ মে(অদিকারপত্র):জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, শ্রমিকের স্বার্থ ও অধিকার আদায়ে আত্মনিয়োগ করলে গণমানুষের সমর্থনের অভাব হয় না। তিনি বলেন, বেসরকারী প্রতিষ্ঠানের মালিকরা অনেক প্রভাবশালী। তারা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে চান না। ট্রেড ইউনিয়নের অধিকার হরণ করা হয়।
জিএম কাদের বলেন, অনেকে শ্রমিকদের নিয়োগপত্র দেন না। যারা দেন তারা নিয়োগের কন্ডিশন মানেন না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু মে দিবস নয়, সারা বছরই শ্রমিক অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।

বুধবার বিকেলে কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, পল্লীবন্ধুর শাসনামলে ৯ বছর শ্রমিক পার্টি সারাদেশে শক্তিশালী ছিলো। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই জাতীয় শ্রমিক পার্টিকে আগের মতোই শক্ত ভিতের উপর দাঁড় করানো হবে। শক্তিশালী করা হবে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো। সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে মসিউর রহমান বলেন, জাতীয় পার্টি সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করছে। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে জাতীয় পার্টি সব সময় সোচ্চার।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম ফয়সল চিশতী ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।

শ্রমিক পার্টির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত’র পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সরদার শাহজাহান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূইয়া, আমির উদ্দিন আহমেদ ডালু, ফকরুল আহসান শাহজাদা, মোবারক হোসেন আজাদ, শাহ-ই-আজম, প্রচার সম্পাদক খোরশেদ আলম খুশু, যুগ্ম-দফতর সম্পাদক এম.এ রাজ্জাক খান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শারমিন পারভীন লিজা, হেনা খান, আবু সাঈদ স্বপন, মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নেতা মাহমুদ আলম, এনাম জয়নাল আবেদীন, এমএ কুদ্দুছ মানিক মানিক, কবির হোসেন, মো. ফারুক শেঠ, মো. সোলায়মান সামি, শহিদুল ইসলাম সেন্টু, শ্রমিক পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, মো. আব্বাস আলী মন্ডল, আলমগীর হোসেন, আঞ্জু আখতার, কামরুজ্জামান খান, এমদাদুল ইসলাম রনি, আব্দুল লতিফ মিয়াসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের সবস্তরের নেতারা।

পরে কো চেয়ারম্যানের নেতৃত্বে একটি শ্রমিক র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 



আপনার মূল্যবান মতামত দিন: