odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন

odhikar patra | প্রকাশিত: ১৮ August ২০১৯ ১৪:৫১

odhikar patra
প্রকাশিত: ১৮ August ২০১৯ ১৪:৫১

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। শনিবার (১৭ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ সালে জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আতাউর রহমান ১৯৪১ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। স্কুলে থাকাকালীন সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে পড়েন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নটীর পূজা’ নাটক দেখে তার মঞ্চপাঠ শুরু। ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ এর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম তিনি।

তিনি একই সাথে অভিনেতা ও নির্দেশক। ১৯৭২ সালে নাগরিকের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ এর মাধ্যমে নাট্য নির্দেশনা শুরু করেন। মঞ্চের পাশাপাশি রেডিও ও টেলিভিশনেও তিনি সমানতালে অভিনয় করে যাচ্ছেন কয়েক দশক। তিনি নাট্য বিষয়ক বই রচনা করেছেন। নাট্যসমালোচনা, উপস্থাপনা, শিক্ষকতা, টেলিভিশন নাট্যকার, প্রবন্ধকার, বক্তা হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন।

২০০১ সালে নাট্যক্ষেত্রে অবদানের জন্য আতাউর রহমান একুশে পদকে ভূষিত হন।



আপনার মূল্যবান মতামত দিন: