odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সপ্তম কংগ্রেস উদ্বোধন করলেন যুবলীগের

odhikar patra | প্রকাশিত: ২৪ November ২০১৯ ০১:৫৮

odhikar patra
প্রকাশিত: ২৪ November ২০১৯ ০১:৫৮

এবার অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) নানা বিতর্ক আলোচনা সমালোচনার পর। ইতোমধ্যে সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ১১টায় যুবলীগের সপ্তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল ১১টার দিকে সম্মেলনটি উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অধিবেশন শেষে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। এর আগেই সম্মেলনের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এবারের সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও আটটি সাংগঠনিক জেলার মর্যাদাসম্পন্ন বৈদেশিক শাখার প্রায় তিন হাজার কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটস ও আট হাজার অতিথি মিলিয়ে অন্তত ৩৬ হাজার মানুষ কংগ্রেসে উপস্থিত রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: