11/16/2025 যুবলীগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই : পরশ
Mahbubur Rohman Polash
২৭ December ২০১৯ ০৭:০০
বঞ্চিত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেছেন, ‘যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল একটা স্বপ্ন নিয়ে। আর সেটা হল বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন। এটা বাস্তবায়ন ও মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে যুবলীগের জন্ম।’
বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) রাজধানীর মান্ডাস্থ হায়দার আলী উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরশ বলেন, ‘১৯৭২ সালের ১১ই নভেম্বর যুবলীগ গঠন করেছেন আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি। আমি যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আপনাদের কাছে এসেছি যুবলীগকে পুনরায় সংগঠিত করার জন্য।’
যুবলীগের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য আমি এসেছি। যুবলীগকে সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই বলেও জানান শেখ ফজলে শামস্ পরশ।
এসময় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সামর্থ অনুযায়ী অসহায় দুস্থ শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। তিনি বলেন, ‘মানুষের কল্যাণ সাধন যুবলীগের রাজনীতির অন্যতম ব্রত। যেকোন দুর্যোগ, দুঃসময়ে যুবলীগ দেশবাসীর পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইন, আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সুব্রত পাল, মঞ্জুর আলম শাহীন, অ্যাড. মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম বদি প্রমুখ