11/14/2025 কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ৮
Admin 1
৩ May ২০১৭ ০২:৫৬
কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় পাহাড়ে সোমবার বিমান সামরিক বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ তার টুইটারে জানান, ‘বিমান বিধ্বস্তে নিহত আট জনের প্রিয়জনদের আমরা সমবেদনা জানাচ্ছি।’
স্থানীয় গভর্ণর জর্জ এমিলিও রে বলেন, বোগোটার পশ্চিমে ফাসাট্যাটিভ ও জিপাকনের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সেসনা ক্যারাভান এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটির ধারণক্ষমতা ১৪ জন। বিমানটি রাজধানীর গুয়াইমারাল বিমান ঘাঁটি থেকে তোলেমাইদা যাচ্ছিল। এটি আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়।