11/14/2025 ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল করতে হবে
Admin 1
৫ February ২০১৭ ২১:১৮
ন্যূনতম ৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। শনিবার শিক্ষার্থীরা নিজেদের রক্ত ঢেলে এবং প্রশাসন ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে অবস্থান ধর্মঘট করছেন। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে দুপুর ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্য মোহা. রফিকুল আলম বেগকে প্রশাসন ভবনে অবরুদ্ধ করে রাখেন। সেখানে শিক্ষার্থীদের দাবি নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সঙ্গে সভা করেন বলে জানিয়েছেন উপাচার্য মোহা. রফিকুল আলম বেগ। তিনি বলেন, “আমরা তাদেরকে বার বার আলোচনার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে আমাকে অবরুদ্ধ করে রেখেছে।”

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের থামাতে গত ৩১ জানুয়ারি ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সকল অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরের দিন আন্দোলনরত শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়। শিক্ষার্থীরা ২৮ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে টানা আন্দোলন করছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল করতে হবে। কারণ ৩৩ ক্রেডিট না তুলতে পারলে পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়া যায় না। তারা আগের ক্যারি অন পদ্ধতিতে যেতে চান। এ পদ্ধতিতে দুই-এক বিষয়ে ফেল থাকলেও পরবর্তীতে বর্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। সেই সঙ্গে আগের ফেল করা বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করা সুযোগ থাকে।