সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ জানায়, এতে খুলছে ১৫শর বেশি মসজিদ। তবে কঠোরভাবে মানতে স্বাস্থ্যবিধি। সবাইকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। গত মাসে সৌদি আরবের সব মসজিদ খুলে দেয়া হলেও মক্কায় বন্ধ ছিল।
মসজিদগুলো জীবাণুমুক্ত করতে একটি এজেন্সিকে নিয়োগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
