11/16/2025 আমার বাংলাদেশ (এবি) পার্টি পাবনা জেলা কার্যালয়ের উদ্বোধন
amaderodhikarpatra@gmail.com
১০ January ২০২১ ০৪:৫১
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : আমার বাংলাদেশ (এবি) পার্টি পাবনা জেলা শাখার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ৪টায় শহরের দিলালপুরে কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ (এবি) পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার তাজুল ইসলাম। উদ্বোধনের সময় বক্তব্যকালে তিনি বলেন, বাংলাদেশ (এবি) পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিনটি মূলনীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমরা সবসময় জনগণের পাশে থেকে রাষ্ট্রের উন্নয়নে কাজ করার চেষ্টা করবো। রাষ্ট্রের জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করাই আমাদের দলের মূল লক্ষ্য।
উদ্বোধন পরবর্তী আলোচনাসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ (এবি) পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহŸায়ক ব্যারিস্টার তাজুল ইসলাম, সহকারী সদস্য সচিব আনোয়ার শাহাদত টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর্জা সিদ্দিকুল ইসলাম ফরিদ, শাহ আব্দুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এবি পার্টি কেন্দ্রীয় কমিটি ও পাবনা জেলা সমন্বয় কমিটির সদস্য আব্দুল মজিদ বুল্লা এবং পরিচালনা করেন কৃষিবিদ এম. এ. হোসেন।