11/16/2025 চট্টগ্রাম উত্তর বিভাগের বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পেলেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান চপল
A.I Amir
১৫ January ২০২১ ০৯:৪০

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর বিভাগের বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পেলেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান মশিউর রহমান চপল। মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের প্রথম (ভার্চুয়াল) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
মূলত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
৯টি সাংগঠনিক বিভাগের জন্য ৯ জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদকদের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দুটি করে বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে।