11/16/2025 তুষারপাতে ছেয়ে গেল পবিত্র নগরী
নিজস্ব প্রতিবেদক
১৯ February ২০২১ ১৬:০৮
নিজস্ব প্রতিবেদক

মুসলিম, খ্রিস্টান, ইহুদিদের পবিত্র নগরী জেরুজালেম রাতভর তুষার ঝড়ের পর সকালে ডোম অব দ্য রক এবং ওয়েস্টার্ন ওয়াল সাদা বরফে ঢেকে গিয়েছে।
এই শহরেই রয়েছে ঐতিহাসিক ডোম অব দ্য রক বা কুব্বাত আস-সাখরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বুধবার রাতভর তুষারঝড়ের পর সকালে ডোম অব দ্য রক এবং ওয়েস্টার্ন ওয়াল সাদা বরফে ঢেকে থাকতে দেখা যায়। ভোরের আলো ফুটতেই এমন বিরল দৃশ্য দেখতে বাইরে বেরিয়ে আসেন জেরুজালেমবাসী। ছোট ছোট শিশুরা মেতে ওঠে একে অপরের দিকে তুষারবল ছোড়ার খেলায়।
তুষারঝড়ের কারণে বুধবার রাতেই সবধরনের গণ-পরিবহণ বন্ধ করে দিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় নগরীর প্রধান সড়কগুলোও। তবে সকালে পরিস্থিতির কিছু উন্নতির পর মানুষজনকে আর আটকে রাখা যায়নি। দূর-দূরান্ত থেকে দলে দলে লোকজন জেরুজালেমে ছুটে যান বিরল তুষারপাত দেখতে।
ইসলাম ধর্মেরও প্রথম কিবলাহ এই শহরে। পরে মহান আল্লাহতালা কাবাকে মুসলিমদের কিবলাহ নির্ধারণ করেন।
শহীদুল/