11/16/2025 অর্থের বিনিময়ে ত্যাগীদের বাদ দিয়ে বিএনপি'র কমিটি গঠন।
ahsanul islam
৪ September ২০২১ ০৪:২১
বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর স্বাক্ষরিত গত ২০ আগস্ট ২০২১ সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি'র কমিটি গঠন করা হয়। অধ্যাপক আ,ক,ম, রফিকুল ইসলাম-কে সভাপতি অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান (ইমরান)-কে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে বর্তমান কমিটিতে অনেক সিনিয়র নেতা কর্মীদের ঠাঁই হয়নি। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান (ইমরান) অর্থের কারণে অনেক সিনিয়র নেতা কর্মীকে অবমূল্যায়ন করেছে এবং কিছু নেতাকর্মীর কাছ থেকে অর্থ নিয়ে বর্তমান কমিটিতে নাম দিয়েছে। এতে করে সিনিয়র নেতা কর্মীরা অর্থের অভাবে কমিটিতে ঠাঁই পায়নি। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান (ইমরান) এর অর্থের বিনিময়ের কাছে ত্যাগী কর্মীরা আজ অসহায়। এছাড়াও দেখা গেছে অযোগ্য এবং কম পরিশ্রমী নেতাকর্মীরা বর্তমান কমিটিতে ঠাঁই পেয়েছে।