11/16/2025 গণতন্ত্র বিকাশমান ধারা অব্যাহত থাকবে ঃওবায়দুল কাদের
amaderodhikarpatra@gmail.com
১১ November ২০২১ ০৫:২৪

ঢাকা, ১০ নভেম্বর, ২০২১ : আজ সকাল ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সমপাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ না পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনশেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্খিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগে গণতন্ত্রের আন্দোলন বেগবান হয়েছিল। ইতিহাসের পাতায় ১০ নভেম্বর আমাদের গৌরবময় দিন হয়ে আছে। আমাদের নেত্রী তখনকার বিরোধী দলের নেত্রী সময়ের সাহসী শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহুকাঙ্খিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত হয়েছে।