11/16/2025 ভারতে এক দিনে করোনায় আক্রান্ত ৮ হাজার ৬০৩ জন
amaderodhikarpatra@gmail.com
৫ December ২০২১ ০৪:০৪

নয়াদিল্লী, ৪ ডিসেম্বর, ২০২১: ভারতে এক দিনে ৮ হাজার ৬০৩ করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৩৬০ জন। এদের মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯৭৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় শনিবার এ কথা জানায়।
মন্ত্রনালয় জানায়, একদিনে নতুন করে ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৭০ হাজার ৫৩০ জন।
স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ভারতে একটানা ১৬০ দিন ধরে করোনার দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচে রয়েছে। করোনার রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯৭৪ জন, যা মোট সংক্রমণের ০ দশতিক ২৯ শতাংশ এবং এই হার ২০২০ সালের মার্চের পর সর্বনি¤œ। এ সময় কভিড-১৯ পুনরুদ্ধারের হার ছিল ৯৮.৩৫ শতাংশ। ২৪ ঘন্টায় করোনা রোগী ২ জন কমেছে। দেশে এখন পর্যন্ত কভিড-১৯ ভ্যাকসিন প্রদান ১২৬ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে।