11/15/2025 পর্যটন শিল্পের বিকাশ ও নারীদের স্বাস্থ্য সচেতনতায় রাঙ্গামাটিতে ম্যারাথন দৌড়
amaderodhikarpatra@gmail.com
১৮ December ২০২১ ০৫:৫৬

রাঙ্গামাটি, ১৭ ডিসেম্বর, ২০২১ : পর্যটন শিল্পের বিকাশ ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে প্রথমবারের মতো হাফ ম্যারাথন প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ভোর ৬টায় রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে হাফ ম্যারাথন ১০কিলোমিটার ও ২১ কিলোমিটার দুই ইভেন্টের প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
রাঙ্গামাটি পৌরসভা থেকে অনুষ্ঠিত এই ম্যারাধন প্রতিযোগিতা আসামবস্তী নারকেল বাগানে সমাপ্ত হয়।
পরে সকাল ১১টায় রাঙ্গামাটি আসামবস্তী নারকেল বাগানে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে প্রমুখ।
ম্যারাথন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুইশতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।