11/16/2025 ক্ষমতাচ্যূত আফগান সরকারের জাতিসংঘ দূতের পদত্যাগ
amaderodhikarpatra@gmail.com
১৮ December ২০২১ ০৭:২৮

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ১৭ ডিসেম্বর, ২০২১ : জাতিসংঘে ক্ষমতাচ্যূত আফগান সরকারের নিয়োগ দেয়া রাষ্ট্রদূত তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। জাতিসংঘ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বৃহস্পতিবার হাতে পাওয়া এক চিঠিতে জাতিসংঘের সহকারি মুখপাত্র ফারহান হক এএফপি’কে বলেন, গোলাম ইসাকজাই ১৫ ডিসেম্বর পদত্যাগ করেছেন।
কূটনীতিকরা জানান, গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান আর্থিক সংকটের মুখে পড়ায় জাতিসংঘে দেশটির মিশন ধরে রাখার চেষ্টা চালানো হয়।
বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে মন্তব্যের জন্য জাতিসংঘে আফগান মিশনের কাউকে পাওয়া যায়নি।