11/14/2025 রামপুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু
৪ April ২০২২ ২২:২০
রাজধানীর রামপুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাদমান সাকিব (৩১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সকালে রামপুরা থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।