11/16/2025 সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা
২২ April ২০২২ ২২:৩৬
প্রকাশ্য দিবালোকে সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে দিল্লির দক্ষিণ-পশ্চিমে। হত্যার পর ঘাতক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সাগরপুর পুলিশ স্টেশনে ফোন আসে যে, এক নারীকে কোপানো হয়েছে। ফোন পাওয়ার পর দ্রুতই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজের বরাতে পুলিশ আরও জানায়, ওই নারী তার সন্তানকে নিয়ে বাসায় যাওয়ার পথে ঘাতক দৌড়ে এসে ছুরিকাঘাত করে। দুপুর প্রায় ২টা ১০ মিনিট নাগাদ ঘটনা ঘটিয়ে ঘাতক পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘাতক ও ভিকটিম আগে পরস্পর প্রতিবেশী ছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। সে বিষয়ে তদন্ত চলছে। খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।