11/14/2025 হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০
odhikarpatra
৬ May ২০২২ ০৩:১৯
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করে।