11/14/2025 স্ত্রীকে কোন বিষয়গুলি বলা ঠিক হবে না
odhikarpatra
১২ May ২০২২ ১৬:৩৯
সম্পর্ক থাকলে একে অপরের উপর বিশ্বাস থাকা খুবই জরুরি। এবার নিজেদের মধ্যে বিশ্বাস ঠিকমতো না থাকলে দেখা দিতে পারে অনেক সমস্যা। তখন সম্পর্কের বুনিয়াদি পর্যায়তেই দেখা দেয় জটিলতা। বিশেষত বিয়ের পর প্রতিটি মানুষকে থাকতে হবে সতর্ক। তবেই সমস্যা থেকে দূরে থাকা হয় সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, একটি সম্পর্কে (Relationship) থাকার সময় দুটি মানুষকে একে অপরের উপর একটু বেশি নির্ভরশীল হতে হয়। এই মানুষগুলির বোঝাপড়ার উপর দাঁড়িয়েই গড়ে ওঠে সম্পর্কের পথ। এই বোঝাপড়া তৈরি হয়, একে অপরের উপর থাকা ভালোবাসা, সততার উপর। তবেই একটি সম্পর্ক এগিয়ে যেতে পারে।
সম্পর্কের সব জায়গায় কিন্তু বেশি সৎ হলে সমস্যা কমার বদলে বাড়তে পারে। কিছু এমন কথা এক্ষেত্রে অবশ্যই রয়েছে যা অন্যদের একেবারেই বলা উচিত নয়। এই বিষয়টি প্রতিটি মানুষকে অবশ্যই বুঝে নিতে হবে। এবার আসুন জেনে নেওয়া যাক কোন বিষয়গুলি স্ত্রীকে (Wife) বলা ঠিক হবে না-
অন্য কোনও মানুষের সঙ্গে স্ত্রীর তুলনা করা একেবারে ঠিক না । আসলে এই পৃথিবীতে প্রতিটি মানুষ নিজের নিজের মতো করে আলাদা। তাঁরা একে অপরকে ভিন্নভাবে দেখতে চান। এই পরিস্থিতিতে আপনি যদি তাঁর সঙ্গে কথায় কথায় অন্য মানুষের তুলনা শুরু করেন, তবে সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। এক্ষেত্রে তিনি আপনাকে আর ঠিকভাবে কিছু বলতে যাবেন না। এমনকী আপনার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তাঁর মধ্যে প্রশ্ন আসতে পারে।
আসলে এখনকার মহিলারা হল স্বাধীন মানুষ। তাঁরা চাকরি করেন। নিজেই করেন উপার্জন। এবার এই মানুষগুলিকে বারবার কথা শোনালে রাগ তো হবেই। তাই এই পন্থা ছাড়ুন।