11/13/2025 সড়ক দুর্ঘটনায় উত্তরায় একজন নিহত
odhikarpatra
৮ September ২০২২ ০১:১৩
আজ সকালে ডিএমপি'র উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বাসসকে এতথ্য নিশ্চিত করে বলেছেন, পুলিশ প্রাইভেটকারটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব আল মাহফুজ জানান, মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ উত্তরা নিউরোসাইন্স হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।