11/15/2025 মুন্সিগঞ্জে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লতব্দী ।
odhikar patra
২৯ September ২০২২ ০৮:২৮
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর চ্যাম্পিয়ন হয়েছে লতব্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে জেলার সদর উপজেলার নলবুনিয়া কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে সিরাজদিখান উপজেলার লতব্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছেন।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলার ৬টি উপজেলার শিক্ষার্থীরা এ খেলায় অংশগ্রহণ করেছিলেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারসহ জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় লতব্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তরিকুল ইসলামের পরিশ্রমের ফলে লতব্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এসময় চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে।