11/14/2025 ভূমিধসে ভেনিজুয়েলায় মৃতের সংখ্যা ১শ’তে পৌঁঁছানোর আশংকা
odhikarpatra
১৩ October ২০২২ ০৭:৫২
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে মাদুরো বলেন, ইতোমধ্যে ৩৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে। এই ট্রাজেডিতে লাশের সংখ্যা প্রায় ১শ’তে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, রাজধানী কারাকাস থেকে ৫০ কিলোমিটার দূরের লাস তেজেরিয়াসে শনিবার রাতে টানা প্রবল বৃষ্টির কারনে ভয়াবহ ভূমিধস হয়। এতে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাটি কাদা ও আবর্জনায় ঢাকা পড়ে।
নিখোঁজ লোকদের সন্ধানে তিন হাজারেরও বেশি উদ্ধারকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছে।