11/14/2025 সোমালিয়ায় বোমা হামলায় মৃতের সংখ্যা ১০০ জনে উন্নীত
odhikarpatra
৩১ October ২০২২ ১০:০০
সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে গুলি চালানোর পরপরই বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি ব্যস্ত জোবে জংশনের কাছে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হয়। বিকেলের এসব হামলায় আশেপাশের ভবনসমূহের জানালা ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং বাতাসে ধোঁয়া ও ধুলিকনা উড়তে দেখা যায়।
২০১৭ সালের ১৪ অক্টোবর, একই ব্যস্ত জংশনে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক বিস্ফোরণ ঘটালে ওই ঘটনায় ৫১২ জন নিহত ও ২৯০ জনেরও বেশি আহত হয়। জিহাদিরা প্রায় ১৫ বছর ধরে মোগাদিসুতে বিদেশী-সমর্থিত সরকারকে উৎখাত করতে চাইছে। ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন বাহিনী রাজধানী থেকে যোদ্ধাদের বিতাড়িত করলেও দলটি এখনও গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে এবং বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে যাচ্ছে।