11/14/2025 সারাদেশে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু
odhikarpatra
২ November ২০২২ ০৫:২৬
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৩২২ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২৭৬ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩৯ হাজার ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৫৪৮ এবং ঢাকার বাইরে ১২ হাজার ৪৫৯ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৫ হাজার ২৬১ জন। এর মধ্যে ঢাকায় ২৪ হাজার ১৩৭ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১ হাজার ১২৪ জন।