11/15/2025 জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের জবাব দেবে : আমু
odhikarpatra
২৭ November ২০২২ ০৯:০০
আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, অস্ত্র নিয়ে মানুষ হত্যা করে জবাব দেয় না, জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেয়। আওয়ামী লীগ ব্যালটযুদ্ধে বিশ^াস করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেব, জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না।’ তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে প্রমান করতে হবে যে, তাঁর উন্নয়নে আমরা ঋণী, সেই ঋণ শোধ করতে সক্ষম হয়েছি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।
এর আগে আমির হোসেন আমু ফলক উন্মেচন করে একটি সড়ক ও একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন।