11/14/2025 যুক্তরাজ্য বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নিতে আগ্রহী
odhikarpatra
১৭ December ২০২২ ০৯:৪৪
স্টিভ বার্কলে সোমবার লন্ডনে প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠকে তার আগ্রহ প্রকাশ করেন। আজ এখানে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বৈঠকে স্টিভ বার্কলে ব্রিটেনের স্বীকৃতি পেতে প্রশিক্ষণের মান উন্নয়নে সহায়তার জন্য বাংলাদেশে একটি নার্স প্রশিক্ষণ কেন্দ্র চালু করার বিষয়ে সালমান এফ রহমানকে আশ্বাস দেন।
বৈঠকে সালমান এফ রহমান বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ অ্যাপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।