11/14/2025 ফিলিপাইনে বন্যায় প্রাণহানি ২ জনের, নিখোঁজ ৯
odhikarpatra
২৬ December ২০২২ ২৩:৫৩
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
তারা আরো বলেন, মিন্দানাও এলাকার দক্ষিণাঞ্চলে প্রবল মৌসুমি বৃষ্টিতে দুজনের প্রাণহানি এবং আরো নয়জন নিখোঁজ রয়েছে। যে দুজন মারা গেছে তারা জিমেনেজ শহরের।
এদিকে এ দুর্যোগ মূলত ক্যাথলিক জাতি অধ্যুষিত দেশটির গুরুত্বপূর্ণ বড়দিনের উৎসব উদযাপনকে ম্লান করে দিয়েছে।
বেসামিরক প্রতিরক্ষা কর্মী রবিনসন লাকরি বলেছেন, পানি কোন কোন জায়গায় বুকের ওপর উঠে গেছে। তবে আজ বৃষ্টি থেমেছে।
ক্রিসমাসের দীর্ঘ ছুটি শুরুর পর লোকজন সাধারণত নিজ শহরে ফিরে যায় এবং পরিবারের সাথে মিলিত হয়। এবারে এ সময়েই ফিলিপাইনের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে বাজে আবহাওয়া চলছে।
উল্লেখ্য, বিশে^ যে কটি দেশ জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে রয়েছে ফিলিপাইন তার একটি।