11/14/2025 এমবাপ্পের জন্য সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ
odhikarpatra
২৯ December ২০২২ ০৮:৫৪
এবার আবারো মাদ্রিদের সাথে কাতার বিশ^কাপের সর্বোচ্চ গোলদাতার যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু গতবারের মত এবার আর ফরাসি এই খেলোয়াড়ের পিছনে অতটা সময় নষ্ট করতে চাচ্ছেনা লস ব্ল্যাঙ্কোসরা। স্বাভাবিক ভাবে সমঝোতায় না পৌঁছালে এমবাপ্পের জন্য নতুন করে আর চেষ্টা করবে না বলেও মাদ্রিদের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। বরং নিজেদের দলে যেসব প্রতিভা আছে তাদের দিকেই বেশী মনোযোগী হবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা।
মাঝে শোনা গিয়েছিল পুরনো তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয়তো আবারো মাদ্রিদে ফিরে আসছেন। কিন্তু সেই তথ্যের কোন ভিত্তি পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। এমবাপ্পের মত খেলোয়াড় এই মুহূর্তে দলে আসলে ড্রেসিং রুমে স্বাভাবিক বিষয়গুলো কিছুটা হলেও ব্যহত হবে বলে অনেকে মনে করছেন, যা এই মুহূর্তে মাদ্রিদ মোটেই চাচ্ছেনা। এর থেকে বরং ভিনিসিয়াস জুনিয়রের মত তরুন খেলোয়াড়ের ভবিষ্যত মাদ্রিদের কাছে অনেক বেশী গুরুত্বপূর্ণ। সে কারনেই এমবাপ্পেকে খুশী রাখতে দলের মধে কোন বিভাজন মাদ্রিদ তৈরী করতে চাচ্ছেনা।
মাদ্রিদের কেউই এমবাপ্পের প্রতিভা নিয়ে কোন প্রশ্ন তোলেনি। কিন্তু এসময় দলের স্বাভাবিক ছন্দ যাতে বিঘ্নিত না হয় সেটাই গুরুত্বপূর্ণ বলে সবাই মনে করছে।