10/20/2025 পৃথক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে ৩ জন নিহত
odhikarpatra
১৫ January ২০২৩ ০৬:৩০
নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২) ও মিটুল হোসেনের ছেলে রাকিব হোসেন রকি (২১) ও শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের সোহরাব বিশ^াসের ছেলে তুষার বিশ^াস (৩৫)।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সকালে কালীগঞ্জ থেকে মোটর সাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলো শাকিল হোসেন ও রাকিব হোসেন রকি। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝায় ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন নামক বাসের ধাক্কায় তুষার বিশ^াস নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আইগত প্রক্রিয়া শেষে নিহতদেও লাশ পরিবারের সদস্যদের কাছে ফেরত দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাগণ জানিয়েছেন।