11/14/2025 আগামী ১৭ আগস্ট খালেদার আদালত পরিবর্তনের রায়
MASUM
১১ August ২০১৭ ০০:৩৬

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তনের আদেশের রায় আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন।
গত রবিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ন্যায়বিচার না পাওয়ার শঙ্কায় বিচারিক আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবী। সোমবার খালেদার আবেদনের ওপর প্রাথমিক শুনানি শুরু হয়।
এর আগে গত ৭, ৮ ও ৯ আগস্ট খালেদার আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এ মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন।