11/14/2025 টংগীবাড়ীতে দরজারপাড় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ।
odhikar patra
২৬ February ২০২৩ ০৮:৩৭
মোঃ.লিটন মাহমুদ:
মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নে দরজারপাড় যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দরজারপাড় মসজিদ মাঠ প্রাঙ্গন বিকাল ৩ ঘটিকায় দরজাপাড় জামে মসজিদের সভাপতি হাজি মো. দাদন মিয়া বাকাউলের সভাপতিত্বে এবং দরজারপাড় যুব সমাজের সহয়তায় উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশলং ইউপি চেয়ারম্যান ইসমাহিন খন্দকার বাবু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশলং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হাজি মো. ইব্রাহিম সরদার । উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস বাহাদুরপুর কওমী মাদরাসা হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন ফরায়েজী দা.বা. ।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পীর সাহেব, বাহাদুরপুর। সভাপতি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন পীরে কামেল হযরত মাওলানা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান দা.বা, আল্লামা মুফতী ইসমাঈল হোসেন দা.বা. শিক্ষা সচিব ও শাইখুল হাদীস, সেৱাজাবাদ মাদরাসা হযরত মাওলানা শাহ আলম সাহেব দা.বা. মুহাদ্দিস, সেরাজাবাদ মাদরাসা। ইমাম ও খতীব, নয়াকান্দি জামে মসজিদ হাফেজ মাওলানা মুফতি ইমরান মাহমুদ দা.বা. শিক্ষক, বায়হাল মাদরাসা, ইমাম ও খতিব, দরজারপাড় জামে মসজিদ।