11/17/2025 ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত অন্তত ১৫
অনলাইন ডেস্ক
৭ March ২০২৩ ২২:৫৬
ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে প্রবল বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত এবং কয়েক ডজন নিখোঁজ হয়েছে। বনাঞ্চলের ভেতর দিয়ে ভূমিধস হয়েছে এবং প্রত্যন্ত ‘সেরাসান’ দ্বীপে অবস্থিত বাড়ি-ঘরের ওপর গিয়ে পড়েছে। এতে বাড়ি-ঘর, গাছ-পালা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ভূমিধস ও বৃষ্টির কারণে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান খুব জটিল হয়ে পড়েছে বলে বিএনপিবি টুইটারে জানিয়েছে। যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। ‘নাতুনা সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি’-এর প্রধান আবদুল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৫০ জন নিখোঁজ রয়েছে। এজেন্সির আরেকজন মুখপাত্র জুনাইনাহ জানিয়েছেন, ‘আবহাওয়া বদলে যাচ্ছে। বাতাস এখনো জোরে জোরে বইছে।
গতকাল সোমবার বিকেলে ৬০ জনের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্বীপের উদ্দেশে রওনা হয়। নৌকায় সেখানে পৌঁছাতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরুও নাগরোহো মঙ্গলবার রাতে বলেন, সুকাবুমি জেলার সিনারেসমি গ্রামে এই প্রাকৃতিক দুর্যোগে তিনজন আহত হয়েছে। তিনি আরো বলেন, ভূমিধসে গ্রামের ৩০টি বাড়ি চাপা পড়েছে। এতে মাটি ও পাথরের নিচে বেশ কিছু লাশ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা লাশগুলো উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।