11/14/2025 ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্প, নিহত ১৫
অনলাইন ডেস্ক
১৯ March ২০২৩ ২৩:৪৬
ইকুয়েডর ও পেরুতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ পর্যন্ত এই দুই দেশে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার ইকুয়েডরের উপকূলীয় দক্ষিণাঞ্চল এবং পেরুর উত্তরাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। এর ফলে বেশ কিছু বাড়ি, স্কুল ও চিকিৎসাকেন্দ্রের ক্ষতি হয়েছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে মোট ১৪ জন মারা গেঝে। সেই সঙ্গে আহত হয়েছে মোট ১২৬ জন। উদ্ধারকাজ চলছে। সূত্র: গার্ডিয়ান
রুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা বলেছেন, ইকুয়েডর সীমান্তে তুম্বস অঞ্চলে একটি বাড়ি ধসে পড়লে চার বছরের এক শিশু মারাত্মক আহত হয়।সূত্র: গার্ডিয়ান