11/14/2025 তালেবানের কড়া নির্দেশ সরকারি পদে আত্মীয়দের নিয়োগ দেয়া হবে না
অনলাইন ডেস্ক
২১ March ২০২৩ ০২:৩৯
আফগানিস্তানের তালেবান প্রশাসন নতুন আইন করে সাফ জানিয়ে দিয়েছে ,প্রশাসনিক কর্মীদের আত্মীয়রা কেউই সরকারি পদে কর্মরত থাকতে পারবেন না। ইতিমধ্যেই আফগানিস্তানের নানা সরকারি পদে যেসব কর্মকর্তাদের আত্মীয়রা নিযুক্ত রয়েছেন, তাদের অবিলম্বে ছেঁটে ফেলতে হবে।
আগামী দিনেও যেন কর্মকর্তাদের আত্মীয়রা যেন সরকারি পদে না থাকেন, সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে তালেবান প্রশাসন।
তালেবানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা জানিয়েছেন, প্রশাসনের কাজে ব্যাপক গাফিলতি হচ্ছে। তার অন্যতম প্রধান কারণ হলো, অযোগ্য ব্যক্তিরা প্রশাসনিক কাজে নিযুক্ত হয়েছেন। এই অযোগ্যদের একটা বড় অংশই সরকারি কর্মকর্তাদের ছেলে বা আত্মীয়। তাই এমন সিদ্ধান্ত।