11/14/2025 আগামী এক দশকের মধ্যে বৈশ্বিক উষ্ণতা সীমা অতিক্রমের আশঙ্কা
অনলাইন ডেস্ক
২১ March ২০২৩ ০২:৫২
আগামী এক দশকের মধ্যে বৈশ্বিক উষ্ণতা সীমা অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। তাই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্ক হতে হবে।
সোমবার প্রকাশিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মানুষ যে হারে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়াচ্ছে তাতে ২০৩০ সালের প্রথমার্ধেই বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখনো বৈশ্বিক উষ্ণতাকে তুলনামূলকভাবে নিরাপদ মাত্রায় ধরে রাখা সম্ভব। তবে এ জন্য বিশ্বব্যাপী সহযোগিতা ও বড় পরিবর্তন প্রয়োজন।
প্রসঙ্গত, শিল্প যুগ শুরুর পর ইতোমধ্যে বৈশ্বিক উষ্ণতা গড়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।