11/14/2025 পাকিস্তানেই কি হবে এশিয়া কাপ?
নিজস্ব প্রতিবেদক
২৪ March ২০২৩ ২১:১৪
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অনেক দিন হতে চললেও সে দেশে খেলতে অনীহা দেখিয়ে আসছিল ভারত। পরিপ্রেক্ষিতে পাকিস্তানও হুমকি দিয়েছিল, ভারত না এলে তারাও আসন্ন বিশ্বকাপে ভারতে গিয়ে অংশ নেবে না।এ নিয়ে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
অবশেষে অনেক জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের আসর বসছে পাকিস্তানেই। তবে প্রতিযোগিতায় অংশ নিলেও রোহিত শর্মারা অন্য দেশের ভেন্যুতে খেলবেন।
এখন পর্যন্ত এশিয়ানদের লড়াইয়ের মঞ্চ নির্ধারিত হলেও ভারত কোথায় খেলবে সেটি এখনো ঠিক হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলংকা এমনকি ইংল্যান্ডের মাটিতেও তাদের ম্যাচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত-পাকিস্তান ছাড়াও এবার আরও চার দেশ টুর্নামেন্টে অংশ নেবে।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণসভার পর বিসিসিআইপ্রধান জয় শাহ জানিয়েছিলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। নিরপেক্ষ দেশে হতে পারে এশিয়া কাপ। পাকিস্তানে দল যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’