11/14/2025 চট্টগ্রামে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব
নিজস্ব প্রতিবেদক
২৮ March ২০২৩ ২৩:৫৬
বাংলাদেশের বিজ্ঞাপনের অঙ্গনে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের ব্যপক চাহিদা। সিরিজের মাঝেও বিজ্ঞাপনের শুটিং কিংবা পণ্যদূতের কাজে গিয়ে তিনি বারবার সমালোচিতও হয়েছেন।আজ তাকে দেখা গেল চট্টগ্রামের সিআরবিতে একটি বিজ্ঞাপনের শুটিং করতে।
আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরুর পর আজ মঙ্গলবার টাইগারদের কোনো অনুশীলন নেই। বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে আজ মঙ্গলবার ক্রিকেটাররা নিজেদের মতো করে ছুটি উপভোগ করছেন।তবে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান তো বিনা কারণে একটা দিন নষ্ট করতে রাজি নন। তাই নেমে পড়লেন বিজ্ঞাপনের শুটিংয়ে।
সেই শুটিংয়ে একটি ফুল বিক্রেতা শিশুর চরিত্র আছে। যিনি গাড়িতে বসা সাকিবের কাছে ফুল বিক্রি করতে যান।পরে সাকিব সেই শিশুটির জন্য উপহার এবং ইফতারি কিনে দেন- এমন একটা থিম নিয়ে করা হচ্ছে বিজ্ঞাপনটি। তবে বিজ্ঞাপনের বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি সাকিব কিংবা নির্মাতা প্রতিষ্ঠানের কেউ।