11/17/2025 পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি নারী নিহত, আহত ১
অনলাইন ডেস্ক
৮ April ২০২৩ ০৪:৩০
ইসরায়েলি দুই তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সেনা বাহিনী ও চিকিৎসা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিম তীরের জর্ডান ভ্যালির হামরা বসতি এলাকায় একটি গাড়িতে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গুলিবর্ষণের শিকার হলে গাড়িটিও বিধ্বস্ত হয়। নিহত দুজনের বয়স ২০ বছরের মতো আর আহত নারীর বয়স ৪৫ বছর বলে জানা গেছে। আহত নারীকে হেলিকপ্টারে করে বড় হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হামলাকারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে।
সম্প্রতি ৯০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে আজকের ঘটনায় ফিলিস্তিনির গুলিবর্ষণে হামলার তথ্য সঠিক হলে ফিলিস্তিনিদের হাতে ১৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন।