11/14/2025 ইকুয়েডরে কারাগারে সংঘর্ষ নিহত ১২ বন্দী
অনলাইন ডেস্ক
১৬ April ২০২৩ ১৮:১৯
ইকুয়েডরের গুয়ায়াকিলের একটি কারাগারে সংঘর্ষে ১২ জন বন্দী নিহত হয়েছে।
শুক্রবার ইকুয়েডরের সবচেয়ে বড় কারাগার লিটোরাল পেনিটেনশিয়ারিতে দু'টি পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লে ১২ বন্দী নিহত হয়। এই কারাগারটি 'গুয়াইয়াস ১' নামেও পরিচিত। সূত্র: এএফপি
নিহতদের শরীরে গুলির আঘাত রয়েছে বলে প্রসিকিউটরের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।