11/14/2025 ইদের চাঁদ দেখা যেতে পারে শুক্রবারে
নিজস্ব প্রতিবেদক
২০ April ২০২৩ ০৩:০৪
শুরু হয়েছে ঈদের ছুটি। অনেকে পরিবারের কাছে পৌঁছে গেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে। আবার অনেকে পথে। এবার অপেক্ষায়, শাওয়াল মাসের চাঁদের। এবার কবে চাঁদ দেখা যাবে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
রমজান মাস ২৯ দিনে শেষ হওয়া এবং শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই হিসাবে আগামী ২২ এপ্রিল (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।
সম্প্রতি আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর স্বাক্ষর করা ওই প্রতিবেদনটিতে বলা হয়, আগামী ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এ ছাড়া পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ। সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।