11/14/2025 বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
২৭ April ২০২৩ ১৬:৫১
আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)।
দেশটির আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএসএফ) বলছে, আগামী ১০ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
মে মাসের মাঝামাঝি সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাসএই তথ্য বিশ্লেষণ করে আগামী ১০ থেকে ২০ মের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল জিএসএফ যখন পর পর তিন দিন একই স্থানের আশপাশে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে, তখন সেই নিম্নচাপ বাস্তবেও সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে ঘূর্ণিঝড় হবে কি না, তা মে মাসের ১ তারিখের মধ্যে নিশ্চিত হওয়া যাবে।