11/14/2025 আবারো কোহলি গম্ভীর দ্বন্দ্ব
স্পোর্ট ডেস্ক
২ May ২০২৩ ২৩:২৫
সেই ২০১৩ সাল থেকে শুরু, গৌতম গম্ভীর আর বিরাট কোহলির মধ্যকার ঝামেলা যেন থামছেই না। চলতি আইপিএলে একাধিকবার একে অন্যকে খোঁচা মেরেছেন। গতকাল সোমবার লখনউ-বেঙ্গালুরু ম্যাচে তো রীতিমতো কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুজন। ভারতের অন্যতম সেরা এ দুই ক্রিকেটারের লড়াই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
চলতি আইপিএলএ প্রথম পর্বে বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে হারিয়ে গৌতম গম্ভীর আগ্রাসন দেখিয়েছিলেন। যদিও দুজন হাসিমুখে ছবিও তোলেন। এরপর গতকাল লখনউ সুপার জায়ান্টকে তাদের ঘরের মাঠে হারিয়ে আগ্রাসন দেখিয়ে দেন কোহলি। ম্যাচ শেষে দুজনের মাঝে কথা-কাটাকাটিও হয়েছে। গম্ভীর বারবার কোহলির দিকে তেড়ে গেছেন। শাস্তি হিসেবে দুজনের ম্যাচ ফির ১০০ শতাংশ কেটে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।