11/14/2025 এবারের আইপিএল থেকে ছিটকে গেল কলকাতা
স্পোর্ট ডেস্ক
২১ May ২০২৩ ১৮:৩৬
ইডেনে শনিবার রাতে লখ্নৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১ রানে হেরে এবারের আইপিএল শেষ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের।
১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল তারা। ম্যাচ হেরে কলকাতার অধিনায়ক নিতিশ রানা বললেন আবার ফিরবেন তারা। পরেরবার শক্তিশালী হয়ে ফিরবেন।
গোটা দলের চাপ ব্যাট হাতে একা সামলেছেন রিঙ্কু সিং। এবারের আইপিএলে ১৪ ম্যাচেই খেললেন তিনি। ১৪ ম্যাচে রিঙ্কু করলেন ৪৭৪ রান। চারটি অর্ধশতরান রয়েছে তার।
নিতিশ বলেন, এবারের আইপিএলে আমি ১৪ বার মাইক নিয়েছি এবং প্রতিবার রিঙ্কুর নাম নিতে হয়েছে। ওর জন্য কোনো ভাষা নেই আমার। গোটা বিশ্ব দেখেছে ক্রিকেট মাঠে রিঙ্কু কী করতে পারে। ও আমার খুব কাছের। রিঙ্কুর জন্য খুব মায়া হচ্ছে।