11/14/2025 উচ্ছেদের আগে পুর্নবাসন চান ব্যবসায়ীরা
অনলাইন ডেস্ক
২৫ May ২০২৩ ২১:৩৩
কারওয়ানবাজারে ব্যবসায়ীদের বার্ষিক লেনদেন ৩০০-৩৫০ কোটি টাকা। এখানকার বিক্রেতারা সরকারকে ভ্যাট, ট্যাক্স, রাজস্ব সব দিয়ে ব্যবসা পরিচালনা করছেন।
তাই ঝুঁকি বিবেচনায় কারওয়ানবাজার কাঁচামালের আড়তের দোতলার অংশ ‘সিলগালা’ করে দেওয়ার আগে পুনর্বাসন করতে হবে বলে জানান কাওরান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান চৌধুরী।
গতকাল বুধবার রাজধানীর কারওয়ানবাজার পাকা আড়ত ভবনের নিচ তলায় সমিতির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সমিতির পক্ষ থেকে তিনি এ দাবি জানান। এ সময় সমিতির অন্যান্য নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।