এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত হয়েছে পিএসজির। লিগে ৩৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮৫। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স। শেষ ম্যাচে পিএসজি হারলে, আর লেন্স জিতলেও পিএসজিই থাকবে শীর্ষে।
11/15/2025 এক ম্যাচ হাতে রেখে শিরোপা জয় পিএসজির
স্পোর্ট ডেস্ক
২৮ May ২০২৩ ১৮:১৬
ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি। শনিবার রাতে ট্রাসর্বুগের সঙ্গে ১-১ ব্যবধানে ড্রয়ের ফলে মেসি-এমবাপ্পেদের শিরোপা নিশ্চিত হয়েছে। ম্যাচে পিএসজির হয়ে গোল করে নতুন রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
শিরোপা জিততে ট্রাসবুর্গের সঙ্গে ড্র করলেই চলত পিএসজির।
এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত হয়েছে পিএসজির। লিগে ৩৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮৫। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স। শেষ ম্যাচে পিএসজি হারলে, আর লেন্স জিতলেও পিএসজিই থাকবে শীর্ষে।