শ্বাসরুদ্ধকর ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে এটি তাদের পঞ্চম শিরোপা। সবাই ভেবেছিলেন ট্রফিটা হাতে তুলে অবসর ঘোষণা করবেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি।ফাইনাল শেষে সঞ্চালক হার্শা ভোগলের প্রশ্নের মুখোমুখি হন ধোনি। সরাসরি অবসর নিয়ে প্রশ্ন না করলেও, হার্শার ইঙ্গিত ছিল সে দিকেই। হাসতে হাসতে ধোনির জানান, ‘আপনি তাহলে একটা উত্তর খুঁজছেন তাই তো? হ্যাঁ, হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কিন্তু গত কয়েক মাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি সেটা কোনো দিনই ভোলার হয়।এখান থেকে ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু আমার কাছে আরো কঠিন চ্যালেঞ্জ হলো, পরের ৯ মাসে কঠোর পরিশ্রম করে আরো একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও আমার কাছে ভাবার জন্য ৬-৭ মাস রয়েছে।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com