11/17/2025 নিলামে কাঠের তৈরি আইকনিক গাড়ি
অনলাইন ডেস্ক
৯ June ২০২৩ ২৩:১০
কাঠের তৈরি একটি আইকনিক ‘সিট্রোয়েন ২সিভি’ কার ফ্রান্সে নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।
সম্প্রতি ফ্রান্সের ট্যুরস শহরে নিলামের জন্য এটি রেজিস্ট্রেশন করা হয়েছিল। এর পরই নিলামে ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে এটি। যুদ্ধোত্তর ফরাসি ক্লাসিকের মতো বিখ্যাত বক্ররেখা ব্যবহার করে ২সিভির পুরো বডি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। ভিনটেজের আকর্ষণীয় একটি জাদুঘরের মালিক প্যারিসের সংগ্রহকারী জিন-পল ফাভান্ড আইকনিক গাড়িটি সংগ্রহে রেখেছিলেন।