11/15/2025 ওয়ানডে বিশ্বকাপ বয়কট করতে বললেন জাভেদ মিয়াঁদাদ
স্পোর্ট ডেস্ক
১৯ June ২০২৩ ২২:৫৯
এশিয়া কাপ নিয়ে অনেকদিন ধরেই ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে রেষারেষি চলছিল। ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে তারাও ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না বলে হুমকি দিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত এই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে পাকিস্তান। এশিয়া কাপ হবে 'হাইব্রিড মডেলে।
যাতে ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার মাটিতে। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও পিসিবি আপাতত নেতিবাচক কিছু বলছে না।
তবে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি চান না ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক বাবর আজমরা। তার ভাষায়, ‘পাকিস্তান ২০১২ সালে ভারত সফর করেছে।