11/15/2025 আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর ওয়ার্ড এর ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আহসানুল ইসলাম আমিন
২৩ June ২০২৩ ০৫:২৮
ওবায়দুল হক খান:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্গত লালবাগ থানার ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড, চকবাজার থানার অন্তর্গত ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড, বংশাল থানার অন্তর্গত ৩২ ও ৩৩ নং ওয়ার্ড, কোতোয়ালি থানার অন্তর্গত ৩৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন আজ ২২ জুন বৃহস্পতিবার বিকাল তিনটায় আজিমপুর সরকারি কলোনি মাঠে শুভ উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাজী নজিব উল্লাহ হিরু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, দেবাশীষ বিশ্বাস, উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, মেহেদী হাসান মোল্লা, সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ কামরুল হাসান রিপন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা হাই টুনি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, উপ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জিশান মাহমুদ, উপ কৃষি বিষয়ক সম্পাদক আফসারুজ্জামান, জাতীয় পরিচয় সদস্য মোঃ জামিল হোসেন, ডাঃ সালেহীন সাদ, মেহেদী হাসান রবিন সহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ
এসময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড সমুহের কাউন্সিলর ও ডেলিগেট সহ অতিথিবৃন্দ।