11/14/2025 রাজধানীতে কাঁচামরিচ ও টমেটোর দাম বৃদ্ধি
অনলাইন ডেস্ক
২৩ June ২০২৩ ১৭:৩৪
রাজধানীর বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে খুচরায় কেজিতে ৬০ থেকে ৮০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে টমেটো।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। খুচরায় এখন ২০০ টাকার নিচে কাঁচা মরিচ বিক্রি করছেন না ব্যবসায়ীরা। দোকানগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ঈদ উপলক্ষে এখন বিক্রিও ভালো।